লাইসেন্স ছাড়া পণ্য বিক্রি করায় লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের লাইসেন্স নেই তবুও বিক্রি করছে চানাচুর, মুড়ি ও চিপস। ডিংডং, জিরো, পটেটো ক্রেকাস, সততা, ফানসহ বিভিন্ন ব্র্যান্ডের নামে এসব পণ্য বিক্রি করা হয়।
এমন অপরাধে নারায়ণগঞ্জের ফতুল্লার শহীদনগর এলাকায় দি বেস্ট রিয়েল ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ফতুল্লা এলাকায় বিএসটিআইয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এ সময় বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮-এর ১৫/২৭ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেন।
উক্ত অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং অফিসার হিসেবে এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার মো. রেজানুর রহমান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএইচ/এআরএ/এমকেএইচ