মধুবাগে ৬ দোকান আগুনে পুড়ে ছাই

রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় আগুন লেগে ছয়টি দোকানে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- তিনটি মুরগির দোকান, একটি চায়ের দোকান ও একটি হোটেল। খবর পেয়ে এসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মধুবাগের ছয়টি মুরগির দোকানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৭ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
লিমা খানম আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে এখনও জানা যায়নি। দোকানের এক কর্মচারী আহত হয়েছেন। তার নাম সুজন (২৩)। আগুনে দেড় লাখ টাকার ক্ষতি ও ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
টিটি/এমএসএইচ/এমএস