ডিএনসিসি বনাম পার্লামেন্ট মেম্বারস ক্লাব প্রীতি ক্রিকেট ম্যাচ কাল

ফাইল ছবি
বনানী ১ নম্বর রোডে শহিদ জায়ান চৌধুরী মাঠ শনিবার (৬ মার্চ) সকাল পৌনে ১০টায় উদ্বোধন করা হবে। এই উপলক্ষে এই মাঠে ডিএনসিসি বনাম পার্লামেন্ট মেম্বারস ক্লাবের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এই মাঠ উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মতিনুল হক চৌধুরী, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, মশিউল হক চৌধুরী, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।
এমএমএ/এমআরআর/এএসএম