চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকের

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। রোববার (৭ মার্চ) আনুমানিক সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজ সকালে কর্ণফুলীর ক্রসিং এলাকায় সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এতে ওই সিএনজিচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জাগো নিউজকে বলেন, ‘বেলা ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক সিএনজিচালককে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এমআরএম/এমকেএইচ