শুক্র-শনিবার ই-মিউটেশন কার্যক্রম বন্ধ

সার্ভার হালনাগাদ (আপডেট) করার জন্য শুক্রবার ও শনিবার (৯-১০ এপ্রিল) সারাদেশে ই-মিউটেশন বা ই-নামজারি কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সচিবালয়ে ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল বিভাগীয় কমিশনারদের সঙ্গে অনুষ্ঠিত ভূমি বিষয়ক সমন্বয় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য জানান। পরবর্তী সময়ে এ বিষয়ে একটি পত্র জারি করা হয়।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামালসহ দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনাররা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিবরা স্বাস্থ্যবিধি মেনে সভায় যোগ দেন।
আরএমএম/ইএ/জিকেএস