আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে ঠিকাদারের কাছে চাঁদা দাবি, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১৯ এপ্রিল ২০২১

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে এক ঠিকাদারের কাছে চাঁদা দাবি করে গ্রেফতার হয়েছেন ছয় ব্যক্তি।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে তাদের গ্রেফতার করে নগরের ডবলমুরিং থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- শাহানুর শাহিন (৫৩), মো. ইকবাল (৪৭), নুরুল কবির (৪৫), মো. তৌহিদুল আলম (৪০), মো. ওসমান গনি দুলু (৪৫) ও মো. নুরুল আফছার টিপু (৪৫)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে বলেন, 'মো. বশির উদ্দীন নামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত এক ঠিকাদারের কাছে দীর্ঘদিন চাঁদা দাবি করে আসছিল তারা। আজ আবারও তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করতে আগ্রাবাদ পিডিবি ভবনের ষষ্ঠ তলায় আসে। পরে সেখান থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়।'

তিনি আরও বলেন, 'গ্রেফতারদের বিরুদ্ধে ভুক্তভোগী ঠিকাদার মো. বশির বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।'

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।