রূপসায় হামলা-ভাঙচুরের নিন্দা মহিলা পরিষদের
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে সাম্প্রদায়িক হামলা এবং ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
সোমবার (৯ আগস্ট) সংগঠনের সভাপতি ডা. ফাওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে হামলা-ভাঙচুরের কথা উল্লেখ করে মহিলা পরিষদ সাম্প্রদায়িক গোষ্ঠীর এ অপতৎপরতায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করে।
ঘটনার দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানায় মহিলা পরিষদ। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিরোধে রাষ্ট্র, সরকার, এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় সতর্কতামূলক জরুরি পদক্ষেপ নেয়ার জোর দাবি জানায়।
পাশাপাশি সাম্প্রদায়িক উসকানিসহ যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে সব সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় মহিলা পরিষদ।
এইচএস/এইচএ/জেআইএম