শ্যামপুরে আলম গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
রাজধানীর পোস্তগোলার শ্যামপুর লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট।
শনিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১২টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, শ্যামপুরে একটি সাততলা ভবনের চতুর্থ তলায় আলম গার্মেন্টসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট ও পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
টিটি/কেএসআর