ডেমরায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন, ক্ষতি ১০ লাখ টাকা

ফাইল ছবি
রাজধানীর ডেমরা থানা এলাকার রাজমহল সিনেমা হলের পাশে একটি টিনশেড ভবনের জুতার কারখানার আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক গোলযোগ থেকে বলে জানায় ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১টা ৩ মিনিটে লাগা আগুন দুপুর ১টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিটের ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিকেলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডেমরা থানা এলাকার রাজমহল সিনেমা হলের পাশে একটি টিনশেড ভবনের জুতার কারখানার আগুন বৈদ্যুতিক গোলযোগ থেকে সূত্রপাত। আগুনে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে ৫০ লাখ টাকার মালামাল।
টিটি/এমআরএম/এএসএম