বঙ্গোপসাগর থেকে অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার

ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে মরদেহটি ভাসতে দেখে জেলেরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উপকূলীয় এলাকায় কাদা বেশি হওয়ায় উদ্ধার করতে একটু দেরি হয়। মরদেহটি দু-তিনদিন আগের বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য অজ্ঞাতনামা মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
মিজানুর রহমান/ইএ/এমএস