ঢামেকের নতুন ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই নম্বর নতুন ভবনের ১০ তলার ১০৯ নম্বর কেবিনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দুই নম্বর নতুন ভবনের ১০ তলার ১০৯ নম্বর কেবিনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে। পরে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, কেবিনের একটি লাইট বিস্ফোরিত হওয়ায় ধোঁয়া দেখা দিয়েছিল এবং এতে আতঙ্ক তৈরি হয়েছিল। আগুনের কোনো ফ্লেম হয়নি। পরিস্থিতি অনুকূলে ও আশঙ্কামুক্ত রয়েছে।
ঢাকা সদর জোন-১-এর উপ-সহকারী পরিচালক মো. বজলুর রশীদ বলেন, ‘পলাশী ফায়ার স্টেশন সংবাদটি পায়। আমাদের খবর দিলে আমরাও চলে আসি। যেহেতু অনেক রোগী রয়েছে।’
তিনি বলেন, ‘নতুন ভবনের ১০ তলার ১০৯ নাম্বার কেবিনে একটি রড লাইটের ইস্টাটার ব্লাস্ট গরম হয়ে ধোঁয়া বের হয়। এটা দেখেই আতঙ্ক তৈরি হয়। আমাদের ইউনিট এসে এটি দেখে নিয়ন্ত্রণ করে। কোনো আগুন লাগেনি।
টিটি/আরএসএম/এআরএ/জিকেএস/এমএস