ভোক্তা অধিদপ্তরের অভিযান, সারাদেশের ১০৯ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী ‘ভোক্তা স্বার্থবিরোধী অভিযান’ চালিয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে ১০৯টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর। এদিন অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৯ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৩৫টি জেলায় বাজার তদারকি কার্যক্রম চালানো হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, ঢাকা মহানগরের কারওয়ান বাজার, খিলগাঁও চৌরাস্তা, গোরান বাজার, আমিন বাজারসহ সারাদেশের ৪৪টি বাজারে এই অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১০৯টি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৬১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান চলাকালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাকসেল) মনিটরিং করা হয়। একই সময়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২২-এ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানায় অধিদপ্তর।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এসব অভিযানে সহযোগিতা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেটরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, ভ্রাম্যমাণ আদালত চালানোর মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
ইএআর/এসএইচএস/এআরএ/জিকেএস