সিএম লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে মামলা-জরিমানা

সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ছাড়া বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ঢাকা মহানগরীর বংশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ মামলা করা হয়।
অভিযানকালে সিএম লাইসেন্স/ছাড়পত্র ব্যতীত বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি, বিতরণ করায় নর্থ সাউথ রোডে (নতুন চৌরাস্তা) অবস্থিত আল নাসির সুইটস অ্যান্ড বেকারির বিরুদ্ধে মামলা এবং ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অপরাধে একই এলাকার আল সিরাজ ফুল ক্রিম সুইট মিটের বিরুদ্ধে মামলা এবং ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ও ৩১ ধারায় প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন ফিল্ড অফিসার রেবেকা সুলতানা।
এনএইচ/ইএ/এমএস