ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন

ঢাকার ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে দেশটির ৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন।
ঢাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তাদের পরিবেশনায় একটি দেশাত্মবোধক গানের অনুষ্ঠান করা হয়।
এমএইচআর/এমএস