‘পারিবারিক অশান্তি’তে প্রেস ক্লাব চত্বরে আত্মহত্যাচেষ্টা যুবকের

জাতীয় প্রেস ক্লাব চত্বরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মামুন (২৮) নামের এক যুবক। এ সময় উপস্থিত জনগণ তাকে নিবৃত্ত করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গায়ে আগুন দেওয়ার চেষ্টাকারী ওই যুবককে বলতে শোনা যায়, কেউ আমার সঙ্গে নেই। কেউ আমার সঙ্গে নেই।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শী একজন জানান, লোকটির প্রথম স্ত্রী চলে যাওয়ায় দ্বিতীয় বিয়ে করেন। পরে দ্বিতীয় স্ত্রীও চলে গেছে। এই কষ্ট সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন।
তবে শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর (পিআই) শেখ আবুল বাসার জানান, তার বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। তার দ্বিতীয় স্ত্রী টাকা-পয়সা নিয়ে পালিয়ে গেছে। এই অশান্তি থেকে সে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
তিনি আরও বলেন, তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যাচেষ্টা মামলা হবে।
এএএম/এমএইচআর/জিকেএস