হালদায় জব্দ ৩ হাজার চিংড়ি রেণু অবমুক্ত

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার চিংড়ি রেণু জব্দ এবং পরে সেগুলো নদীতেই অবমুক্ত করেছে নৌ পুলিশ। অভিযানে ৩টি চরঘেরা জাল ও ২টি নৌকা জব্দ করা হয়।
শনিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হালদা নদীর ছায়ারচর ও মদুনাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
রামদাশ মুন্সির হাট নৌ-পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মো. এনামুল হক জানান, হালদায় অবৈধভাবে রেণু ধরা বন্ধে অভিযান চলমান রয়েছে। শনিবার ভোরে অভিযান চালিয়ে তিন হাজার চিংড়ি রেনু পোনা, তিনটি চরঘেরা জাল ও দুটি নৌকা জব্দ করা হয়। পরে জব্দ চিংড়ি রেণু নদীতেই অবমুক্ত করা হয়।
ইকবাল হোসেন/এমএএইচ/এএসএম