ভাটারায় পূর্বশত্রুতার জেরে তরুণকে কুপিয়ে হত্যা

রাজধানীর ভাটারায় মো. শান্ত (১৮) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে ওই এলাকার কয়েকজন তরুণ তাকে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।
শনিবার (১৪ মে) রাত সাড়ে ৯টার দিকে নুরেরচালা জোড়া মসজিদ এলাকায় তাকে কুপিয়ে ফেলে রাখা যায় কয়েকজন তরুণ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শান্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শান্তিপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। বর্তমানে তারা সপরিবারে উত্তর বাড্ডা এলাকায় থাকেন। নিহত শান্ত দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট।
নিহতের বন্ধু মুন্না জানান, শান্তর বন্ধুরা কয়েকদিন আগে নুরেরচালা জোড়া মসজিদ এলাকায় অনিক নামে এক তরুণকে কথা কাটাকাটির একপর্যায়ে চড়-থাপ্পড় মারেন। এর জের ধরে আজ শান্তকে একা পেয়ে তারা কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শান্তর মা আমেনা বেগম জাগো নিউজকে বলেন, ‘আমার ছেলে টাইলস মিস্ত্রির কাজ করে। রাতে বাসা থেকে বের হয়ে জোড়া মসজিদ এলাকায় যেতেই ৪-৫ জন ছেলে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এএএইচ