চট্টগ্রামে চার হাজার কেজি পলিথিন জব্দ

চট্টগ্রামের বড় পাইকারি বাজার চাক্তাই ও ওসমানিয়া গলিতে অভিযান চালিয়ে চার হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ পরিবেশ অধিদপ্তর।
বুধবার (১৮ মে) দুপুরে এ অভিযান চালান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের কর্মকর্তারা।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চট্টগ্রামে এখনো অবৈধ পলিথিনের ব্যবহার লক্ষ্য করা যায়। চাক্তাইসহ বেশ কিছু এলাকার পাইকারি আড়ত থেকে পলিথিনগুলো চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় যায়। বুধবার চাক্তাই ও ওসমানিয়া গলিতে অভিযান চালিয়ে প্রায় চার হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।
ইকবাল হোসেন/বিএ/জেআইএম