সাতকানিয়ায় অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিদ্বগ্ধ শিশু রিম্পি (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (১৮ মে) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬নং ওয়ার্ডে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত রিম্পি সাতকানিয়া থানাধীন মরফলা বাজার এলাকার আবুল কায়েশের মেয়ে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জাগো নিউজকে জানান, গত ১৬ মে আবুল কায়েশের বাড়িতে আগুন লাগে। ঘর থেকে অন্যরা বের হতে পারলেও শিশু রিম্পি ঘরের ভেতর আগুনে দগ্ধ হয়।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। ওইদিনই তাকে হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। দুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইকবাল হোসেন/এএএইচ/জেআইএম