চট্টগ্রামে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি প্রত্যাহার

ফাইল ছবি
লাইসেন্স নবায়ন জটিলতা ইস্যুতে চট্টগ্রাম কাস্টম হাউজে চলা কর্মবিরতি প্রত্যাহার করেছে সিঅ্যান্ডএফ এজেন্টরা।
বুধবার (১৮ মে) বিকেল ৪টায় এ কর্মবিরতি প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু।
জাগো নিউজকে তিনি বলেন, লাইসেন্সিং রুলের অপব্যাখ্যা করে আমাদের ২০০ থেকে ২৫০ জনের মতো সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। এজন্য আমরা কর্মবিরতি শুরু করেছিলাম। কিন্তু বুধবার বিকেলে আমাদের দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছি। এরপর থেকে কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার রাত থেকে কর্মবিরতিতে যায় সিঅ্যান্ডএফ এজেন্টরা।
ইকবাল হোসেন/আরএডি