সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বাতিলের দাবি

বিভিন্ন সরকারি দফতর-অধিদপ্তরে আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তর ও স্থায়ীকরণের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ।
শুক্রবার (২০ মে) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন নানা বৈষম্যের শিকার হয়ে আজ আমরা একত্রিত হয়েছি। ডিজিটাল বাংলাদেশে দাস প্রথায় মানব বেচাকেনা— ইতিহাসের ঘৃণ্য এ প্রথা বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী ব্যাংক অ্যাকাউন্টে বেতন পরিশোধ করার কথা বললেও ঠিকাদাররা তা করছেন না। বিভিন্ন দপ্তর অধিদপ্তরগুলোতে কখনো কখনো প্রশাসনিক অনুমোদন না থাকায় নানা ধরনের জটিলতায় পড়তে হয় কর্মচারীদের। এর ফলে কয়েক মাস বিনা বেতনেও কাজ করতে হয় আউটসোর্সি কর্মচারীদের। এছাড়া টেন্ডার জটিলতায় অনেকের চাকরি চলে যায়।
এসময় পরিষদের সভাপতি মাহমুদুর রহমান আনিস বলেন, কোনো অপরাধ ছাড়াই কথায় কথায় দক্ষ কর্মীদের চাকরিচ্যুত করা। বিভিন্ন সরকারি দপ্তর এরই মধ্যে অনেকেই ঠিকাদারকে ঘুস না দিতে পারায় বিনা অপরাধে চাকরিচ্যুত হয়েছেন। তাদের চাকরিতে পুনঃবহাল করার অনুরোধ জানাচ্ছি।
এমএএইচ/এএসএম