কর্মস্থলে যাওয়ার পথে গাড়িচাপায় পুলিশ সদস্য নিহত

কর্মস্থলে যাওয়ার পথে গাড়িচাপায় বেণুরাম নাথ (৪০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
শুক্রবার (২০ মে) সকাল ৯টায় চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বিমানবন্দর সড়কের টিএসপি কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের পুলিশ গার্ডে কর্মরত ছিলেন।
ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিমানবন্দর সড়কটিতে স্ক্র্যাপ, সার, এলপিজি, তরল জ্বালানি, ভোজ্যতেল, তরল বিটুমিনবাহী ট্রাক, ট্যাংক লরি চলাচল করে। তবে কোন গাড়ির আঘাতে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করা যায়নি।
তিনি বলেন, নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সদস্যকে চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
ইকবাল হোসেন/আরএডি/এএসএম