চট্টগ্রামে ডিবি পরিচয়ে গাড়ি তল্লাশি, গ্রেফতার ২

চট্টগ্রামের পটিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি ও চালককে মারধরের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২০ মে) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাসের পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মাছুম সিকদার (৪০) ও সাইফুল ইসলাম রুনেল (৩০)।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে পটিয়ার বাইপাসের পাইকপাড়া এলাকায় একটি কাভার্ডভ্যানকে আটকায় আট থেকে নয়জনের একটি ভুয়া ডিবি পুলিশের দল। তারা গাড়িতে ইয়াবা আছে বলে চালক মনির হোসেন ও গাড়িতে থাকা জয়নাল আবেদীন মুন্নাকে মারধর করেন। এ সময় পটিয়া থানার টহল পুলিশের একটি গাড়ি দেখতে পেয়ে চালক মনির পুলিশ সদস্যদের বিষয়টি জানান। পরে দুজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যান।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ভুয়া ডিবি পুলিশের একটি দলের দুজনকে গ্রেফতার করেছে টহল পুলিশ। বাকিরা পুলিশের উপস্থিতি টের পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইকবাল হোসেন/আরএডি/এএসএম