চট্টগ্রামে মুরগির খাদ্যের গুদামে আগুন

ফাইল ছবি
চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকায় একটি মুরগির খাদ্যের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার (২২ মে) সকাল ৯টার দিকে এস কে ট্রেডিং নামের ওই প্রতিষ্ঠানের গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এক ঘণ্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জাগো নিউজকে বলেন, সকাল ৯টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় সকাল ১০টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত গুদামটিতে পোল্ট্রি ফিড ছিল। তবে ক্ষয়ক্ষতি নির্ধারণ করা সম্ভব হয়নি।
ইকবাল হোসেন/বিএ/জেআইএম