ডিএমপির তিন থানার ওসিসহ ৫ কর্মকর্তাকে বদলি

ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর, শাহআলী ও ভাষানটেক থানার তিন ওসিসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২২ মে) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত পুলিশ কর্মকর্তারা হলেন- ডিএমপির লাইনওয়ারের পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামানকে ভাষানটেক থানার ওসি ও গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামকে শাহআলী থানার ওসি।
এছাড়া মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফকে গুলশান গোয়েন্দা বিভাগে ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমানকে গুলশান থানার পুলিশ পরিদর্শকে (তদন্ত) বদলি করা হয়েছে।
টিটি/জেএইচ/জিকেএস