সাবেক স্ত্রীকে ফের সংসার করার কথা বলে ডেকে হত্যা, স্বামী গ্রেফতার

তালাকের প্রায় তিন মাস পর আবারও সংসার করার আশ্বাসে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে মো. নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। নিহত নারীর নাম রেশমা আক্তার (৩০)।
রোববার (২২ মে) রাতে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০-এর একটি টিম।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত রেশমা আক্তারকে তিন মাস আগে তালাক দেন নুরুল ইসলাম। তিনি এক সন্তানের জননী। নতুন করে সংসার শুরুর কথা বলে গত ১৭ মে রেশমাকে একটি মেসে ডেকে নিয়ে যান নুরুল। পরে নুরুল রেশমাকে তার বাসায় ডেকে নিয়ে গলাকেটে হত্যা করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
এনায়েত কবির সোয়েব বলেন, ঘটনার পর র্যাব-১০ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে রাজধানীর কাকরাইল এলাকা থেকে ঘাতক নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সোমবার (২৩ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
টিটি/এএএইচ