ই-হজ সিস্টেমে সমস্যায় সৌদিতে সরাসরি যোগাযোগ করতে পারবে এজেন্সি

চলতি বছর হজের ক্ষেত্রে ই-হজ সিস্টেমে সমস্যায় সৌদি আরবের কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে বাংলাদেশের এজেন্সিগুলো।
সোমবার (২৩ মে) এ তথ্য জানিয়ে মক্কার বাংলাদেশ হজ অফিস থেকে হজ পরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এতে বলা হয়, হজ উপলক্ষে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয়ের আইটি কোম্পানি ই-হজ সিস্টেমের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা, প্রশিক্ষণ দিয়ে থাকে। ই-হজ সিস্টেমের বিভিন্ন বিষয়ে কোনো এজেন্সি বা মোনাজ্জেমদের সমস্যা মনে হলে ই-হজ সিস্টেমে টিকিট অপশন থেকে মেসেজ প্রদান কিংবা সরাসরি আহমেদ সাঈদীর (মোবাইল নম্বর -০৫৪৬৯০৫২৬৮) সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
বিষয়টি সব হজ এজেন্সি বা মোনাজ্জেমকে অবহিত করার জন্য অনুরোধ করা হয় চিঠিতে।
আরএমএম/বিএ/এএসএম