অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে ধরলো র্যাব

রাজধানীর কোতয়ালী থানার বাকল্যান্ড বাঁধ রোড এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২৩ মে) রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. জাকির (২৮) ও মো. কালন (২১)। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে কোতয়ালীসহ আশপাশের এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় ছিনতাই মামলা রুজু করা হয়েছে।
আরএসএম/বিএ/এএসএম