যাত্রাবাড়ী থেকে ২২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ থেকে ২২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গ্রেফতাররা হলেন মো. পলাশ, মো. আলিফ ভুট্টো, মো. শামীম ও মো. আরিফ মিয়া। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি, পাঁচটি মোবাইল ও ৩ হাজার টাকা জব্দ করা হয়।
বুধবার (২৫ মে) র্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মঙ্গলবার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ১০টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকার রায়েরবাগে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র্যাব-১০।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।
এএএম/এমএইচআর/জিকেএস