বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নতুন কমিটি

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. নজরুল ইসলাম খান। তিনি অ্যাটমিক এনার্জি কমিশনের চিফ সায়েন্টিফিক কর্মকর্তা হিসেবে কর্মরত।
সম্প্রতি ফিজিক্যাল সোসাইটির বার্ষিক সাধারণ সভায় দ্বিতীয় দফায় তারা নির্বাচিত হন। সভায় ২১ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কাউন্সিল নির্বাচন করা হয়। এ কাউন্সিল আগামী দু’বছর দায়িত্ব পালন করবে।
বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি দেশের পদার্থবিজ্ঞানীদের সংগঠন। এ সোসাইটির অধীনে পাঁচ শতাধিক সদস্য রয়েছেন। বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনসহ পদার্থবিদ্যার উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই সোসাইটি। ১৯৭৩ সাল থেকে বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি কাজ করে আসছে।
এএএম/আরএডি/জেআইএম