তেজগাঁওয়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
রাজধানীর তেজগাঁও মদিনা মসজিদ এলাকায় ট্রাকের চাপায় শারমিন নামের দুই বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামছুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
নিহত শারমিন তেজগাঁও মদিনা মসজিদ এলাকার মোহাম্মদ শাহিনের কন্যা বলেও জানান এসআই সামছুল হক।
কাজী আল-আমিন/কেএসআর/এমএস