ওষুধ মনে করে কীটনাশক পানে তরুণের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল/ফাইল ছবি
ওষুধ মনে করে ভুলে কীটনাশক পান করে মো. জাফর (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
জাফর বন্দরটিলার নেভি হাসপাতাল গেট সংলগ্ন রেলবিট তোতা মিয়ার বাড়ির মো. তাজেরুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা ও পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জাগো নিউজকে বলেন, আলসারের ওষুধ মনে করে ভুলে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই তরুণ।
এসময় পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে কর্মরত চিকিৎসকরা রাত পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ইকবাল হোসেন/জেডএইচ/