কামারপাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেলো মিনিবাসের সহকারীর

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ফজলে রাব্বি (১৬) নামে এক বাসের সহকারী নিহত হয়েছে।
শনিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. লাল মিয়া জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত ফজলে রাব্বী একটি মিনিবাস গাড়ির সহকারী হিসেবে কর্মরত ছিল। ওই বাসের গেইটে থাকা অবস্থায় অন্য আরেকটি গাড়ি এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহতের দুলাভাই মো. নুর আলমও একই কথা জানিয়ে বলেন, আমার শ্যালকের বাসা ঢাকা সাভারের বৈলাপুরে। তার বাবার নাম মো. সেলিম মিয়া। চার ভাই-বোনের মধ্যে ফজলে রাব্বি ছিল মধ্যে দ্বিতীয়।
কাজী আলামিন/এমপি/জেআইএম