নরসিংদীতে তিন তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নরসিংদীতে তিন তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে গাবতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুস সালাম মন্ডল (৩৫)। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি নরসিংদী সদর এলাকায় থাকতেন।
নিহতের ভাই আবুল কালাম বলেন, নির্মাণাধীন ভবনের তিন তলায় মাচান বেঁধে দেওয়ালের প্লাস্টারের কাজ করছিলেন সালাম মন্ডল। এসময় দুজন মাচান ভেঙে নিচে পড়ে যান। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় একজনকে। তবে আমার ভাইয়ের অবস্থা খারাপ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
জেডএইচ/জিকেএস