কামরাঙ্গীরচরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে রাফিত রহমান শাওন (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান জানান, কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর একটি বাড়ির নিচতলা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আশপাশের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত শাওনের বাবার নাম সোহেল রানা। পশ্চিম রসুলপুর ওই বাসার নিচতলায় একটি ম্যাচে থাকতেন শাওন। প্রাথমিকভাবে জানা গেছে তিনি আগে কোনো এক মার্কেটের একটি দোকানে চাকরি করতেন। বর্তমানে কিছুই করতেন না। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ওই যুবকের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
টিটি/এমএএইচ/