পদ্মা সেতু উদ্বোধনে মেয়ের সঙ্গে সেলফি প্রধানমন্ত্রীর
উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতুর। আর সেই মাহেন্দ্রক্ষণকে স্মৃতিতে ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মোবাইল ফোনে সেলফি তুললেন কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
শনিবার (২৫ জুন) দুপুর ১২টা ৮ মিনিটে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন শেষে মা-মেয়ের স্মৃতিময় এ সময়টি ফ্রেমে আবদ্ধ করতে দেখা যায়।
এ সময় আবেগাপ্লুত হয়ে ভিডিওকলে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। মেয়ে পুতুল শেখ হাসিনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
পদ্মা সেতুর উদ্বোধনস্থলের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে কিছুটা সরে গিয়ে মা ও মেয়ে ছবি তোলেন। এরপর সায়মা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক সেলফি তোলেন এবং শেখ হাসিনার অনেকগুলো একক ছবি তুলে দেন।
একপর্যায়ে পাশে থাকা নিরাপত্তারক্ষীকেও ফোনে তোলা ছবি দেখান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এএএম/এমপি/এএসএম