রাজধানীতে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর জুরাইন কমিশনার রোড চেয়ারম্যান বাড়ি এলাকার একটি বাড়ি থেকে মো. গোলাম রাব্বী খান (২০) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনতলা বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাব্বীর বাবা হাবিব মিয়া জাগো নিউজকে জানান, তার ছেলে ওই এলাকার একটি কারখানায় কাজ করে। আজ বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আমরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯ টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর সদরে। বর্তমানে কদমতলীর জুরাইন কমিশনার রোড চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/