বন্যার্তদের মাঝে কোস্টগার্ড মহাপরিচালকের ত্রাণ বিতরণ

সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী।
রোববার (২৬ জুন) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠার পর থেকেই সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় অনাকাঙ্ক্ষিত বন্যাকবলিত সিলেট-সুনামগঞ্জে পানি বন্দিদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে কোস্টগার্ড।
ত্রাণ বিতরণের সময় কোস্টগার্ড মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এইচএআর/এমএইচআর/এএসএম