বাঁশখালীতে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান
চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কাটার অপরাধে সৈয়দ আহমদ (৭০) নামে এক
ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মাটি কাটার একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে।
রোববার (২৬ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব বৈলছড়ি নতুনপাড়া পাহাড়ি এলাকায় উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
দণ্ডপ্রাপ্ত সৈয়দ আহমদ ওই এলাকার মৃত শরফুদ্দিনের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী আদালত পরিচালনা করেন। তিনি জাগো নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
ইকবাল হোসেন/ইএ/জিকেএস