বাড্ডায় অজ্ঞানপার্টির খপ্পরে অচেতন যুবক

রাজধানীর উত্তর বাড্ডায় হোসেন মার্কেটের সামনে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন মো. শাহীন নামের এক যুবক। সোমবার (২৭ জুন) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে বাড্ডার হোসেন মার্কেটের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকা যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। এরপর পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করানো হয়।
এসআই আরও বলেন, ওই যুবকের কাছে থাকা টাকা, মোবাইলসহ সব নিয়ে যায় অজ্ঞানপার্টির সদস্যরা। তার কাছে থাকা ভোটার আইডি কার্ড থেকে নাম-ঠিকানা জানতে পারি। অচেতন ব্যক্তির গ্রামের বাড়ি মাদারীপুরে। বাবার নাাম গোলাম মোস্তফা।
বিএ/এএসএম