হালিশহরের বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে

প্রতীকী ছবি
চট্টগ্রামের হালিশহর আনন্দবাজার এলাকায় বসতবাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা কফিল উদ্দিন।
তিনি বলেন, সোমবার রাত ৮টার দিকে মধ্যম হালিশহরের আনন্দবাজার এলাকার বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে বন্দর ও সিইপিজেড ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন
নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য দিতে পারেননি তিনি।
ইকবাল হোসেন/জেডএইচ/