চট্টগ্রামে বাঙালীয়ানাকে ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে স্টেশন রোড এলাকার অভিজাত রেস্টুরেন্ট হিসেবে পরিচিত বাঙালীয়ানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি স্টেশন রোডের আরও দুটি এবং কোতোয়ালীর দুটি হোটেলকেও জরিমানা করা হয়।
বুধবার (২৯ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও খাবারের মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, নগরীর স্টেশন রোড ও কোতোয়ালী এলাকার পাঁচটি হোটেল-রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। প্রায় সবগুলো হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছিল। অনেকের মূল্য তালিকা প্রদর্শিত ছিল না। যে কারণে এসব হোটেল-রেস্টুরেন্টগুলোকে
বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড দেওয়া হয়।
ইকবাল হোসেন/জেডএইচ/এএসএম