শাহবাগে গণপিটুনির শিকার এক ব্যক্তি

রাজধানীর শাহবাগের শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ এলাকায় গণপিটুনির শিকার হয়েছেন সুমন (৪০) নামের এক ব্যক্তি। তিনি মানসিক রোগী বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস উদ্দিন বলেন, খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের সামনে থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, গত রোববার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কাচ দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ওই ব্যক্তি। এ ঘটনার জেরে তাকে ঢাবির শিক্ষার্থীরা গণপিটুনি দেয়। তার গ্রামের বাড়ি ফরিদপুরে।
কাজী আল-আমিন/বিএ/জিকেএস