রথযাত্রা উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী

ঢাকার ইসকন মন্দিরে শুক্রবার (১ জুলাই) রথযাত্রার উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা।
করোনাভাইরাসের সংক্রমণ কমার প্রেক্ষাপটে দুই বছর পর রথ শোভাযাত্রাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে এবারের উৎসবটি উদযাপিত হচ্ছে। করোনার কারণে গত দুই বছর সীমিত পরিসরে রথযাত্রা উদযাপিত হয়েছিল।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবে গিয়ে পরিকল্পনামন্ত্রী অন্য অতিথি এবং পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত। পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। ঢাকার ধামরাইয়ে এটি পরিচিত যশোমাধবের রথযাত্রা নামে।
এমওএস/এমএইচআর