গুলিস্তানে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর গুলিস্তান হল মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তবে এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, নিহতের বয়স আনুমানিক ৩০ বছর।
শুক্রবার (১ জুলাই) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে নিয়ে আসা পথশিশু সাব্বির জানায়, গুলিস্তান সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। পরে সে আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এএএইচ/এমএস