বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বারভিডার নতুন কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) নতুন নেতারা।
শনিবার (০৬ আগস্ট) দুপুরে বারভিডার নবনির্বাচিত সভাপতি মো. হাবিব উল্লাহ ডনের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় নতুন কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রায়হান আজাদ (টিটো), মাহবুবুল হক চৌধুরী বাবর, আবু হোসেন ভূইয়া রানু, মো. জসিম উদ্দিন প্রমুখ।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো শেষে কমিটির সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর নেতারা বঙ্গবন্ধুসহ শহীদদের আত্মার শান্তি কামনা করেন।
গত ১৮ জুন বারভিডার দ্বি-বার্ষিক (২০২২-২৪) সম্মেলনে কার্যকরী কমিটির ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
আইএইচআর/জেএইচ/এএসএম