ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট করতেন তারা

ঢাকার কেরানীগঞ্জ থেকে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০। শুক্রবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- গোলাম রাব্বি ও রবিউল আলম রাসেল।
শনিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১২টা ১০ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত র্যাব-১০ এর একটি দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী এলাকায় অভিযান চালায়। এ সময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
এএএম/কেএসআর/এএসএম