চমেক হাসপাতাল থেকে দুই চোর আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছয় তলা থেকে চোর চক্রের আরও দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
আটকরা হলো-চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মহাজন হাট রাজা মিস্ত্রির বাড়ি এলাকার বেলায়েত হোসেনের ছেলে মেহেদী হাসান ওরফে তুহিন (৩২) ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বড় বাড়ি মনিকুড়া উত্তর বাজার এলাকার মো. শওকতের ছেলে মো. সৌরভ (২৮)।
শনিবার (২০ আগস্ট) ভোররাতে তাদের আটক করা হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নুরুল আশেক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটকৎরা হাসপাতালের দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা দালালির পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আসা রোগীর স্বজনকের মূল্যবান মোবাইল ও সামগ্রী চুরি করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, ডাকাতি প্রস্তুতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে।
জেএস/এএসএম