মাহবুব তালুকদারের মরদেহ বারডেমে, ছেলেরা দেশে ফিরলে সিদ্ধান্ত

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের মরদেহ রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বারডেমের উদ্দেশ্যে রওনা করে। বারডেমে পৌঁছানোর পর প্রক্রিয়া শেষে মরদেহ সেখানে রাখা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, মাহবুব তালুকদারের দুই ছেলের মধ্যে একজন কানাডায় এবং অন্যজন যুক্তরাষ্ট্রে থাকেন। তারা দেশে ফিরলে মরহুমের জানাজার নামাজ, দাফনসহ আনুষঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করলে মাহবুব তালুকদারকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
ইউনাইটেড হাসপাতালের পাবলিক রিলেশন কর্মকর্তা মাসুদ আহমেদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাহবুব তালুকদারকে দুপুর ১২টা ৪৯ মিনিটে হাসপাতালে আনা হয়, তবে পথেই তার মৃত্যু হয়েছিল।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে শপথ নেন মাহবুব তালুকদার।
এএএম/এএএইচ/এমএস