চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় নির্মাণাধীন ১৫তলা ভবন থেকে পড়ে আরিফ (১৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে লালখান বাজার আমিন সেন্টারের পেছনে নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। আরিফের গ্রামের বাড়ি খাগড়াছড়ি পার্বত্য জেলায়। নগরীর হালিশহরের বড়পোল এলাকায় বাস করতো আরিফ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘ভবনের ১৫তলায় কাজ সেরে হাত-মুখ ধুয়ে নেমে আসার সময় সিঁড়িতে পা পিছলে নিচে পড়ে যায় আরিফ। সিঁড়িতে কোনো রেলিং ছিল না বলে অসতর্কতাবশত পা পিছলে পড়ে যায় আরিফ।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মঈনুল হাফিজ বলেন, ‘শনিবার সন্ধ্যা সোয়া ৫টায় আমিন সেন্টারের পেছনের নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ইকবাল হোসেন/এমএএইচ/